পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २२ ) জেগে থাক, জেগে থাক, বরষের সাধ নিমেষে মিলায় । ৮৯ ৷৷ পিলু বারোয়া। অাড়খেমটা । এরা, পরকে আপন করে, আপনারে পর, বাহিরে বাশির রবে ছেড়ে যায় ঘর । ভালবাসে সুখে দুখে ব্যথা সহে হাসিমুখে, মরণেরে করে চির-জীবন-নির্ভর । ৯০ ॥ বিবিটি খাম্বাজ। একতালা । বাজিবে, সখি, বাশি বাজিবে। হৃদয়রাজ হৃদে রাজিবে । বচন রাশি রাশি, কোথা যে যাবে ভাসি, অধরে লাজ হাসি সাজিবে । নয়নে আণখিজল করিবে ছল ছল, মুখ বেদন মনে বাজিবে।