পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিন্ধু। খেমটা । আজি আসূবে শুাম গোকুলে ফিরে। আবার বাজবে বাশি যমুনাতীরে । আমরা কি করব ? কি বেশ ধরব ? কি মালা পরব ? বঁচিব কি মরব সুখে ? কি তারে বলব ? কথা কি রবে মুখে ? শুধু তার মুখপানে চেয়ে চেয়ে দাড়ায়ে ভাস্ব নয়ন নীরে । ৯৬ ॥ বেলাবলী । ঢিমা তেতাল।। মনে যে আশা লয়ে এসেছি হল না হল না হে, ওই মুখপানে চেয়ে ফিরিঙ্ক লুকাতে আণখিজল রেদন। রহিল মনে মনে । 월