পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( సెసె ) হেন সহসা কি কথা মনে পড়ে মনে পড়ে না গো তবু মনে পড়ে ॥ ৯৮ ৷ মিশ্র ইমন। কাওয়ালি । এখনো তারে চোখে দেখিনি, শুধু বাশি শুনেছি, মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেচি। শুনেছি মুরতি কালো, তারে না দেখাই ভালো, সখি বল, আমি জল আনিতে যমুনায় যাব কি ! শুধু স্বপনে এসেছিল সে, নয়ন কোণে হেসেছিল সে, সে অবধি, সই, ভয়ে ভয়ে রই, অাখি মেলিতে ভেবে সারা হই । কানন পথে যে খুলি সে বায়, কদমতলে ষে খুলি লে চায়,