এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মায়ার খেলা 8(?
ASAMSeAMSAeSAAAAAS AAAAASAAAAeeAAAASASASS SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS
ه حتیمحصمیمیها --
অমর। আমি কি যেন করেছি পান,
কোন মদিরা রস-ভোর । আমার চোখে তাই ঘুমঘোর ! সখীগণ ছি, ছি, ছি ! অমর। সখি, ক্ষতি কি !
( এ ভবে ) কেহ জ্ঞানী অতি, কেহ ভোলা মন,
কেহ সচেতন, কেহ অচেতন, কাহারো নয়নে হাসির কিরণ,
কাহারো নয়নে লোর !
আমার চোখে শুধু ঘুমঘোর ! সখীগণ। সখা কেন গো আচলপ্রায়,
হেথা, দাড়ায়ে তরুছায় ! অমর। অবশ হৃদয়ভারে, চরণ
চলিতে নাহি চায়, তাই দাড়ায়ে তরুছায় ! সখীগণ। ছি, ছি, ছি!
অমর। সখি, ক্ষতি কি !
( এ ভবে ) কেহ পড়ে থাকে, কেহ চলে যায়,
কেহ বা আলসে চলিতে না চায়,
কেহ বা আপনি স্বাধীন, কাহারে চরণে পড়েছে ডোর !
কাহারো নয়নে লেগেছে ঘোর ।