পাতা:গীতবিতান.djvu/১০১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গানের বহি
৮৮৯

জলধি রয়েছে স্থির, ধূ-ধু করে সিন্ধুতীর,
প্রশান্ত সুনীল নীর নীল শূন্যে মিশাইয়া।
নাহি সাড়া, নাহি শব্দ,  মন্ত্রে যেন সব স্তব্ধ,
রজনী আসিছে ধীরে দুই বাহু প্রসারিয়া।

৪৫

ফিরায়ো না মুখখানি,
ফিরায়ো না মুখখানি রানী ওগো রানী।
ভ্রূভঙ্গতরঙ্গ কেন আজি সুনয়নী!
হাসিরাশি গেছে ভাসি,  কোন্ দুখে সুধামুখে নাহি বাণী।
আমারে মগন করো  তোমার  মধুর করপরশে
সুধাসরসে।
প্রাণ মন পুরিয়া দাও নিবিড় হরষে।
হেরো শশীসুশোভন, সজনী,
সুন্দর রজনী।
তৃষিতমধুপসম  কাতর হৃদয় মম—
কোন্ প্রাণে আজি  ফিরাবে তারে পাষাণী।

৪৬

হিয়া কাঁপিছে সুখে কি দুখে সখী,
কেন নয়নে আসে বারি।
আজি প্রিয়তম আসিবে মোর ঘরে—
বলো কী করিব আমি সখী।
দেখা হলে, সখী, সেই প্রাণবঁধুরে  কী বলিব নাহি জানি।
সে কি না জানিবে, সখী,  রয়েছে যা হৃদয়ে—
না বুঝে কি ফিরে যাবে সখী।