পাতা:গীতবিতান.djvu/১১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপরিচয় । ○W列や ৭টি দৃশ্যে ৪৫টি গান ; তন্মধ্যে জ্যোতিরিন্দ্রনাথ স্বর্ণকুমারী ও অক্ষয় চৌধুরীর কতকগুলি গান থাকিলেও, রবীন্দ্রনাথের রচনাই ২৮টি। তাহা ছাড়া, সব-শেষে স্থর-তালের-উল্লেখ-হীন যে তোরে বাসে রে ভালো’ ইত্যাদি কয় ছত্র ইন্দিরাদেবীর অভিমতে আবৃত্তির বিষয় মাত্র— ‘শিশু’ কাব্যে পাওয়া যাইবে । বিবাহ-উৎসব* -ধূত রবীন্দ্রনাথ-রচিত সবগুলি গান গীতবিতানে সংকলিত ; তন্মধ্যে ২ পৃ ২৪৪-৫২ । ‘মহিলা শিল্পমেলায় অভিনীত । অপিচ দ্রষ্টব্য ভারতী ও বালক, ১২৯৯ পৌষ, পৃ ৫২৬, নীচে হইতে অষ্টমসপ্তম ছত্ৰে— ‘মহিলা শিল্পমেলায় অভিনীত হইবার উদ্দেশ্যে “বিবাহ উৎসব’ পুস্তক ছাপাইবার পূৰ্ব্বে’ ইত্যাদি। মনে হয়, মাসিক পত্রে প্রথম দৃশ্বের স্বরলিপি-যুক্ত প্রচার ও বিবাহ-উৎসব’ পুস্তিকার প্রকাশ প্রায় সমকালীন । প্রথম দৃশ্বের শেষ গানটি মাত্র রবীন্দ্রনাথ-রচিত ; নাচ, হামা, তালে তালে ইত্যাদি । ° দ্রষ্টব্য ইন্দিরাদেবী-রচিত ‘রবীন্দ্রস্থতি’ গ্রন্থের ‘নাট্যস্থতি অধ্যায়ে বিবাহ-উৎসব’ প্রসঙ্গ। অপিচ দ্রষ্টব্য সরলাদেবী চৌধুরানীর ‘জীবনের ঝরা পাতা’ ( ১৮৭৯ শক) গ্রন্থ ; তদনুযায়ী (পৃ ৭৬ ) হিরন্ময়ীদেবীর বিবাহ-উপলক্ষ্যে ইহার রচনা। জানা যায় শেষোক্ত ঘটনা রবীন্দ্রনাথের বিবাহ (২৪ অগ্রহায়ণ ১২৯০ ) হইতে ৩ মাস পরে ; দ্রষ্টব্য : সমকালীন ১।১৩৬৪ পৃ ২৭-২১ । • প্রাপ্ত পুস্তিকার প্রচার তৃতীয় পাদটীকায় উল্লিখিত ঠাকুরবাড়ির পারিবারিক বিশেষ বিবাহু-উৎসবের সমকালীন নহে, তাহার অনেক পরে, ইহা নিঃসন্দেহ । সাহিত্য-সাধক-চরিতমালার ২৮ সংখ্যায় (মাঘ ১৩s •/পৃ ১৭) ব্রজেন্দ্রনাথ এই পুস্তিকার বেঙ্গল লাইব্রেরির তালিকা-ভুক্তির যে তারিখ দিয়াছেন– ১৩ মে ১৮৯২ [ ১ জ্যৈষ্ঠ ১২৯৯ ]– তাহা গ্রন্থপ্রচারের খুব কাছাকাছি সময় সন্দেহ নাই। তেমনি নিঃসন্দেহে বলা যায় ইহা বিশেষ ভাবে স্বর্ণকুমারীদেবীর রচনা নহে ; প্রথম দৃশ্বে ৭টি গানের মধ্যে