পাতা:গীতবিতান.djvu/১১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ث - sR Sta ? ( ১৩১৪) প্রকাশিত হয়। গ্রন্থে কোনো কোনো অংশ পরিবর্তন করিয়া, কোনো কোনো অংশ নৃতন যোগ করিয়া, রবীন্দ্রনাথ বাংলা ১৩৩১ সালের চৈত্রে বা পরবর্তী বৈশাখে ‘চিরকুমারসভা’ নাম দিয়াই যে নাটক লিখিয়া দেন তাহ ১৩৩২ সালে বহুদিন ধরিয়া (প্রথম অভিনয় : ২ শ্রাবণ ১৩৩২) সাধারণ রঙ্গমঞ্চে বিশেষ সাফল্যের সহিত অভিনীত হয়। বর্তমান গ্রন্থে উল্লিখিত সমুদয় সংস্করণ দেখিয়াই গানগুলির সংকলন । ৭৯৬৮২ মনোমন্দিরম্বন্দরী । ইহাও ‘চিরকুমারসভা’য় অক্ষয়কুমারের গান। ১৩২১ সালের ‘গান’ অবধি ইহার যে রূপ ছিল তাহাতে কতকগুলি নূতন ছত্র যোগ করিয়া বর্তমান পাঠটি ১৩২৭ সালে ‘গান গ্রন্থের নূতন সংস্করণে মুদ্রিত হয়। প্রচলিত ‘চিরকুমারসভা’তেও এই পাঠই আছে । ৭৯৭৮৩ ‘শিশু’ কাব্যে (কাব্যগ্রন্থ : দশম ভাগ : ১৩১ • ) যে কবিতা আছে এই রচনা তাহারই সংক্ষিপ্ত রূপ। ১৩৩৮ সালের ‘গীতোৎসব’ ( ২৮, ২৯, ৩১ ভাদ্র ও ১ আশ্বিন ) উপলক্ষ্যে কবি ইহাতে স্বর দেন ও বালক নটের নৃত্য-সহযোগে তাহারই রূপ দেন। ৭৯৭৮৪ শারদোৎসব ( ১৩১৫ ) হইতে সংকলিত । A Ptr | ৮e, ৮৬, ৮৮ ও ৮৯ সংখ্যা ‘প্রায়শ্চিত্ত’ নাটক (১৩১৬) হইতে श्रृंशैउ । ৭৯৮-৯৯ । ৮৭ ও ৯০ -সংখ্যক গান ‘ভারতী” মাসিক পত্রিকায় প্রকাশিত ‘বৌঠাকুরানীর হাট"এর अत्रौछूउ ; যথাক্রমে ১২৮৮ মাঘ ও ১২৮৯ জাখিনে মুদ্রিত। १>>>> 'cबोठांकूद्रांनौद्र शर्फे' श्हेtउ शृशैउ । * এই প্রসঙ্গে বলা বাহুল্য হইবে না যে, ‘বৌঠাকুরানীর হাট’ ১২৮৮ কার্তিক হইতে ১২৮৯ আশ্বিন পর্যন্ত ধারাবাহিক ভাবে ‘ভারতী’তে মুঞ্জিত হওয়ার পরে ওই বৎসরেই (১৮০৪ শক ) গ্রন্থাকারে প্রকাশিত হয়। ‘প্রায়শ্চিত্ত’ নাটকখানি বৌঠাকুরানীর হাট" গল্পেরই বিষয়বস্তু লইয়া রচিত। উহার বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ 2brb"