পাতা:গীতবিতান.djvu/১১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| סכ-"שכר אכן כלסו bre o ļP\o br e o S 8 গ্রন্থপরিচয় ;. *Ն ) লিথিয়াছেন, "মূল উপন্যাসখানির অনেক পরিবর্তন হওয়াতে এই নাটকটি প্রায় নূতন গ্রন্থের মতই হইয়াছে।’ পূর্বালোচিত ‘রাজা বসন্ত রায়' (দ্রষ্টব্য টীক। ৭ পৃ৯৭০) অন্তে প্রস্তুত করিয়াছিলেন ; তাহ জনপ্রিয়ও হইয়াছিল ; বহু বৎসর পরে উপন্যাসটির সার্থক রূপান্তর ঘটাইবার ইচ্ছার পিছনে সেই স্মৃতি এবং সমকালীন অস্ত কারণও রবীন্দ্রনাথের মনে ছিল । ৮৬-৯১ সব গানই কবি উপন্যাস বা নাটকের অন্যতম পাত্র বসন্তब्रांप्प्रब्र क८% ब्रिाcछ्न । ‘রাজা’ ( পৌষ ১৩১৭ ) নাটক হইতে গৃহীত । ‘অচলায়তন' ( প্রবাসী : আশ্বিন ১৩১৮) নাটকের দ্বিতীয় দৃশ্বের অন্তর্গত। রবীন্দ্রসদনে সংরক্ষিত ১২৫-সংখ্যক অচলায়তন পাণ্ডুলিপিতে (রচনাশেষে তারিখ : ‘১৫ই আষাঢ় ১৩১৮ শিলাইদা” ) যে গানটি বর্জনচিহ্নিত করিবার পরে এ গান লেখা হয় সেটি शुझेल আমরা কত দল গো কত দল ! তোমায় ঘিরে ফুটেছি গো শতদল ! আপন মনে নানা দিশি ছড়িয়ে আছি দিবানিশি, তবু একটিখানে আছে মোদের পরিমল যেখানেতে পরশ কর করতল ৷ শ্ৰীমতী সীতাদেবীর ‘পুণ্যস্থতি’ গ্রন্থে ( ১৩৪৯/পৃ ৫৪-৫৫ ) পূর্বোক্ত অচলায়তন পাণ্ডুলিপি-ধুত অথচ প্রবাদী পত্রে ও গ্রন্থে বর্জিত এই গানের বিষয় প্রথম উল্লেখ। পাণ্ডুলিপি দেখিয়া অভ্রান্ত পাঠ-নির্ণয় সম্ভবপর হওয়ায়, গানটি এখন গীতবিতানের যথোচিত স্থানে সন্নিবিষ্ট হইল। এই গান রবীন্দ্রসদনের আর-এক পাণ্ডুলিপিতেও পাওয়া যায় ; কোনো পাণ্ডুলিপিতেই বর্জনচিহ্নিত নয় ; ইহার স্থান অচলায়তন নাটকে দ্বিতীয় দৃশ্বের শেষে ।