পাতা:গীতবিতান.djvu/১১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b>> tース\9 | br> tー〉や | レア>S->b | b〉br|4 רן"לצ"ל গ্রন্থপরিচয় ኧme জাতীয় মহাসভার বার্ষিক অধিবেশন হয় ; জানা যায় ওই সময়ে লোকমান্ত টিলক, শ্ৰীমতী বেসান্ট, গান্ধীজি, মালবীয়জি প্রভৃতি নেতৃবৃন্দকে আমন্ত্ৰণ করিয়া একদিন বিশেষ অভিনয়ের ব্যবস্থ৷ হইয়াছিল। তদুপলক্ষ্যে মুদ্রিত বা পরে পুনর্মুদ্রিত ৪ জানুয়ারি ১৯১৮ তারিখের ইংরেজি অনুষ্ঠানপত্রে জানা যায় যে, ‘ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে’ গানটি এই অভিনয়ে গাওয়া হয়। ওই অনুষ্ঠানপত্রে আরও জানি, ঠাকুরদাই (রবীন্দ্রনাথ ) কখনো ভিক্ষুক কখনো প্রহরী আর কখনো ফকির সাজেন । ১-১৬ সংখ্যা ॥ জাতীয় সংগীত । ১ ও ২ সংখ্যা ‘জাতীয় সংগীত’ ( ১৮৭৮ খ্রীস্টাব্দ ) গ্রন্থ হইতে সংকলিত। এই গান সম্পর্কে ১৩৪৬ সালের “শনিবারের চিঠি’র অগ্রহায়ণ ( পৃ ৩১৫-১৭ ) ও কার্তিক ( পৃ ১৫২-৫৩) সংখ্যায় মুদ্রিত ‘রবীন্দ্ররচনাপঞ্জী’ দ্রষ্টব্য। ‘অয়ি বিষাদিনী বীণা’ (২ ) ১৮৭৭ খ্ৰীস্টাব্দে ‘হিন্দুমেলা’য় পঠিত ( অথবা গীত ? ) হইয়াছিল, এরূপ অনুমিত হইয়াছে ; দুর্গাদাস লাহিড়ী -কর্তৃক সম্পাদিত ‘বাঙ্গালীর গান’ গ্রন্থে ( বঙ্গবাসী : অশ্বিন ১৩১২ ) ইহা রবীন্দ্রনাথের নামেই স্বর তালের উল্লেখ -সহ মুদ্রিত আছে। ৩-৬ -সংখ্যক গান ‘রবিচ্ছায়া’য় মুদ্রিত। বিশেষ কথা এই— ইহা ‘বীণাবাদিনী’তে মুদ্রিত ( আশ্বিন ১৩০৫ ) পাঠ । ‘এক সূত্রে বাধিয়াছি সহস্রটি মন’ ১২৮৬ সালে (১৮০১ শকে ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পুরুবিক্রম নাটক’এর দ্বিতীয় সংস্করণে প্রথম মুদ্রিত হয়। ১২৯২ শ্রাবণের বালক পত্রে (পৃ ১৭৮) ইহার রূপান্তরিত পুনৰ্বমুদ্রণ ; রচয়িতার উল্লেখ নাই। জ্যোতিরিন্দ্রনাথসম্পাদিত ‘সঙ্গীতপ্রকাশিকা’র ১৩১২ আগ্রহায়ণ সংখ্যায় স্বরলিপি -সহ রবীন্দ্রনাথের রচনা-রূপে যখন ছাপা হয়, ‘বন্দে মাতরম' ধুয়াটি নূতন দেখা যায়। গীতবিতানে সঙ্গীতপ্রকাশিকা’র পাঠ অমুস্থত । o