পাতা:গীতবিতান.djvu/১১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপরিচয় 岬 ماده د ৯১২ ৷ ১••-১•১ সংখ্যা। রবীন্দ্র-পাণ্ডুলিপি হইতে সংকলিত এই রচনাদুটি যে গানই, শ্ৰীশাস্তিদেব ঘোষের সৌজন্যে তাহা জানা গিয়াছে। রচনা ১৯৪০ সালের ডিসেম্বরে। পাখি তোর স্বর ভুলিস নে' গানটি পরে কবিতায় পরিবর্তিত হইয়া শেষ লেখা'র তৃতীয় কবিতা-রূপে মুদ্রিত আছে — ‘আমার হারিয়ে যাওয়া দিন’ গানের একটি পাঠান্তর অন্ততম রবীন্দ্র পাণ্ডুলিপি হইতে সংকলিত হইল— হারিয়ে যাওয়া দিন আর কি খুজে পাব তারে— অশ্রুসজল আকাশপারে ছায়ায় হল লীন । করুণ মুখচ্ছবি বাদল-হাওয়ায় মেলে দিল । বিরহী ভৈরবী । গহন বনচ্ছায় অনেক কালের স্তন্ধবাণী কাহার অপেক্ষায় আছে বচনহীন । শান্তিনিকেতন ১১ ফেব্রুয়ারি ১৯৪১ । ৰিকাল ৯১৫-৩৪ পরিশিষ্ট ১ । নৃত্যনাট্য মায়ার খেলা। রবীন্দ্রসদনে সংরক্ষিত ১৩৪৫ পৌষের একখানি পাণ্ডুলিপি হইতে সংকলিত। পাণ্ডুলিপির অধিকাংশ অন্যের হাতের নকল হইলেও রবীন্দ্রনাথ স্বহস্তে বহু বর্জন ও পরিবর্তন করিয়াছেন, বহু নূতন অংশ যোগ করিয়াছেন