পাতা:গীতবিতান.djvu/১১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপরিচয় } o X & | সাহিত্য এবং সঙ্গীতচর্চায় আমাদের তেতলা মহলের আবহাওয়া তখন দিবারাত্রি সমভাবে পূর্ণ হইয়াথাকিত। রবীন্দ্রনাথের সর্বপ্রথম রচনা “কালমৃগয়া”১৩ গীতিনাট্য এবং তাহার দ্বিতীয় রচনা “বাল্মীকি-প্রতিভা" • গীতিনাট্যেও উক্ত রূপে আমার রচিত স্বরের অনেক গান দেওয়া হইয়াছিল। —জ্যোতিরিশ্রনাথের জীবনস্মৃতি । পৃ. ১৫১, ১৫৫-৫৬ এই প্রসঙ্গেই রবীন্দ্রনাথের লেখা হইতে জানিতে পারি— এই সময়ে পিয়ানো বাজাইয়া জ্যোতিদাদা নূতন নূতন স্বর তৈরি করায় মাতিয়াছিলেন। প্রত্যহই তাহার অঙ্গুলিনৃত্যের সঙ্গে সঙ্গে স্বরবর্ষণ হইতে থাকিত। আমি এবং অক্ষয়বাবু তাহার সেই সন্তোজাত স্বরগুলিকে কথা দিয়া বাধিয়া রাখিবার চেষ্টায় নিযুক্ত ছিলাম। গান বাধিবার শিক্ষানবিশি এইরূপে আমার আরম্ভ হইয়াছিল। —জীবনস্মৃতি । গীতচর্চা on to . . . . . . o. ১৩ এক হিসাবে 'কালমৃগয়া রবীন্দ্রনাথের ‘সর্বপ্রথম গীতিনাট্য হইতে পারে না। 'বাল্মীকিপ্রতিভা’র যে রূপ অধুনা অপ্রচলিত ( দ্রষ্টব্য রবীন্দ্ররচনাবলীর ‘আচলিত প্রথম খণ্ড' ) উহা 'কালমৃগয়া’র প্রায় দুই বৎসর পূর্বে রচিত বা অভিনীত হয়। ‘বাল্মীকিপ্রতিভা’র প্রচলিত দ্বিতীয় সংস্করণ অবশ্যই ‘কালমুগয়া’র পরবর্তী ।

    • ‘জ্যোতিরিন্দ্রনাথের জীবনস্মৃতি' ( ফাস্তুন ১৩২৬) গ্রন্থে (পৃ ৩৩) অনুলেখক শ্ৰীবসস্তকুমার চট্টোপাধ্যায় (অবশুই জ্যোতিরিন্দ্রনাথের বাক্যাকুসারে) এরূপ লিখিতেছেন যে, ‘বাল্মীকিপ্রতিভার প্রায় সব গানের সুরই জ্যোতিবাবুর সংযোজিত। এ উক্তির সত্যতা-নির্ণয় কিঞ্চিং গবেষণা -সাপেক্ষ । সত্য হইলেও, সম্ভবতঃ এ উক্তির লক্ষ্য হইল বাল্মীকিপ্রতিভার প্রথম সংস্করণ । দ্বিতীয় সংস্করণে অস্তরবর্তীকালীন 'কালমৃগয়া গীতিনাট্যের বহু নৃতন গান পরিবর্তিত আকারে অথবা বিশুদ্ধ আকারে’ গৃহীত— আর, ‘কালমৃগয়াতে রবীন্দ্রনাথের মৌলিক বা স্বাধীন-স্বতন্ত্র স্বরস্থষ্টির পর্ব ভালোভাবে আরম্ভ হইয়া গিয়াছে এরূপ মনে করিবার সংগত কারণ আছে ।