পাতা:গীতবিতান.djvu/৭৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মায়ার খেলা
৬৬১

তুমি  গঠিত যেন স্বপনে।
এসো হে, তোমারে বারেক দেখি  ভরিয়ে আঁখি,
ধরিয়ে রাখি যতনে।
প্রাণের মাঝে তোমারে ঢাকিব,
ফুলের পাশে বাঁধিয়ে রাখিব,
তুমি  দিবসনিশি রহিবে মিশি
কোমল প্রেমশয়নে।
প্রমদা।  কে ডাকে!  আমি কভু ফিরে নাহি চাই। 
কত ফুল ফুটে উঠে,  কত ফুল যায় টুটে,
আমি শুধু বহে চলে যাই।
পরশ পুলকরস-ভরা  রেখে যাই, নাহি দিই ধরা।
উড়ে আসে ফুলবাস,  লতাপাতা ফেলে শ্বাস,
বনে বনে উঠে হা-হুতাশ—
চকিতে শুনিতে শুধু পাই— চলে যাই।
আমি কভু ফিরে নাহি চাই।

অশোকের প্রবেশ


অশোক।  এসেছি গো এসেছি,  মন দিতে এসেছি— 
যারে ভালো বেসেছি!
ফুলদলে ঢাকি মন যাব রাখি চরণে
পাছে কঠিন ধরণী পায়ে বাজে—
রেখো রেখো চরণ হৃদিমাঝে—
নাহয় দলে যাবে, প্রাণ ব্যথা পাবে—
আমি তো ভেসেছি,  অকূলে ভেসেছি।
প্রমদা।  ওকে বলো, সখী, বলো,  কেন মিছে করে ছল— 
মিছে হাসি কেন সখী,  মিছে আঁখিজল!
জানি নে প্রেমের ধারা,  ভয়ে তাই হই সারা—
কে জানে কোথায় সুধা  কোথা হলাহল।