পাতা:গীতবিতান.djvu/৭৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৬২
মায়ার খেলা

সখীগণ।  কাঁদিতে জানে না এরা,  কাঁদাইতে জানে কল— 
মুখের বচন শুনে  মিছে কী হইবে ফল।
প্রেম নিয়ে শুধু খেলা,  প্রাণ নিয়ে হেলাফেলা—
ফিরে যাই এই বেলা  চলো সখী, চলো।

প্রস্থান


মায়াকুমারীগণ।  প্রেমের ফাঁদ পাতা  ভুবনে— 
কে কোথা ধরা পড়ে  কে জানে।
গরব সব হায়  কখন টুটে যায়,
সলিল বহে যায়  নয়নে।
এ সুখধরণীতে  কেবলই চাহ নিতে,
জান না হবে দিতে  আপনা—
সুখের ছায়া ফেলি  কখন যাবে চলি,
বরিবে সাধ করি  বেদনা।
কখন বাজে বাঁশি,  গরব যায় ভাসি—
পরান পড়ে আসি  বাঁধনে।

চতুর্থ দৃশ্য


কানন


অমর কুমার ও অশোক


অমর।  আমি মিছে ঘুরি এ জগতে কিসের পাকে, 
মনের বাসনা যত মনেই থাকে।
বুঝিয়াছি এ নিখিলে  চাহিলে কিছু না মিলে,
এরা  চাহিলে আপন মন গোপনে রাখে
এত লোক আছে, কেহ কাছে না ডাকে।
অশোক।  তারে দেখাতে পারি নে কেন প্রাণ খুলে গো। 
কেন বুঝাতে পারি নে হৃদয়বেদনা।