পাতা:গীতবিতান.djvu/৭৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মায়ার খেলা
৬৭১

না জানি কোন্ ছলে  বসে রয়েছে।
দ্বিতীয়া।  সখী, কী হবে— 
ও কি কাছে আসিবে কভু! কথা কবে!
তৃতীয়া। ও কি প্রেম জানে! ও কি বাঁধন মানে! 
 কী মায়াগুণে মন লয়েছে।
দ্বিতীয়া।  বিভল আঁখি তুলে আঁখিপানে চায়, 
যেন কোন্ পথ ভুলে এল কোথায়  ওগো!
তৃতীয়া।  যেন কোন্ গানের স্বরে  শ্রবণ আছে ভরে, 
যেন কোন্ চাঁদের আলোয় মগ্ন হয়েছে।
অমর।  ওই  মধুর মুখ জাগে মনে। 
ভুলিব না এ জীবনে কী স্বপনে কী জাগরণে।
তুমি জান বা না জান,
মনে সদা যেন মধুর বাঁশরি বাজে
হৃদয়ে সদা আছ ব’লে।
আমি  প্রকাশিতে পারি নে,
শুধু চাহি কাতর নয়নে।
সখীগণ।  তারে  কেমনে ধরিবে, সখী, যদি ধরা দিলে। 
প্রথমা।  তারে  কেমনে কাঁদাবে যদি আপনি কাঁদিলে। 
দ্বিতীয়া।  যদি মন পেতে চাও মন রাখো গোপনে। 
তৃতীয়া। কে তারে বাঁধিবে তুমি আপনায় বাঁধিলে। 
সকলে।  কাছে আসিলে তো কেহ কাছে রহে না। 
কথা  কহিলে তো কেহ কথা কহে না।
প্রথম।  হাতে পেলে ভূমিতলে ফেলে চলে যায়। 
দ্বিতীয়া।  হাসিয়ে ফিরায় মুখ কাঁদিয়ে সাধিলে। 

নিকটে আসিয়া প্রমদার প্রতি


অমর। সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি যারে 
সে কি ফিরাতে পারে সখী!