পাতা:গীতবিতান.djvu/৭৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মায়ার খেলা
৬৭৩

প্রমদা।  সখী, ওরে ডাকো ফিরে। 
মিছে খেলা মিছে হেলা কাজ নাই।
সখীগণ।  অধীরা হোয়ো না, সখী, 
আশ  মেটালে ফেরে না কেহ, আশ রাখিলে ফেরে।

প্রস্থান


মায়াকুমারীগণ।  নিমেষের তরে শরমে বাধিল, মরমের কথা হল না। 
জনমের তরে তাহারি লাগিয়ে রহিল মরমবেদনা।
চোখে চোখে সদা রাখিবারে সাধ—
পলক পড়িল, ঘটিল বিষাদ-
মেলিতে নয়ন মিলালো স্বপন, এমনি প্রেমের ছলনা।

ষষ্ঠ দৃশ্য


গৃহ


শান্তা। অমরের প্রবেশ


অমর।  সেই শান্তিভবন ভুবন কোথা গেল— 
সেই রবি শশী তারা, সেই শোকশান্ত সন্ধ্যাসমীরণ,
সেই শোভা, সেই ছায়া, সেই স্বপন।
সেই  আপন হৃদয়ে আপন বিরাম কোথা গেল,
গৃহহারা হৃদয় লবে কাহার শরণ।

শান্তার প্রতি


এসেছি ফিরিয়ে, জেনেছি তোমারে,
এনেছি হৃদয় তব পায়ে—
শীতল স্নেহসুধা করো দান,
দাও প্রেম, দাও শান্তি, দাও নূতন জীবন।
মায়াকুমারীগণ।  কাছে ছিলে দূরে গেলে,  দূর হতে এসো কাছে।