পাতা:গীতবিতান.djvu/৮০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মায়ার খেলা
৬৭৫

তবে তো ফুল বিকাশে।
প্রথমা।  কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে, মরে ত্রাসে। 
ভুলি মান অপমান  দাও মন প্রাণ,
নিশি দিন রহো পাশে।
দ্বিতীয়া।  ওগো  আশা ছেড়ে তবু আশা রেখে দাও 
হৃদয়রতন-আশে।
সকলে।  ফিরে এসো ফিরে এসো, বন মোদিত ফুলবাসে। 
আজি  বিরহরজনী, ফুল্ল কুসুম শিশিরসলিলে ভাসে।
অমর।  ওই কে আমায় ফিরে ডাকে। 
ফিরে যে এসেছে তারে কে মনে রাখে।
মায়াকুমারীগণ।  বিদায় করেছ যারে  নয়নজলে 
এখন ফিরবে তারে  কিসের ছলে  গো।
আজি মধু সমীরণে  নিশীথে কুসুমবনে
তারে কি পড়েছে মনে  বকুলতলে?
এখন ফিরাবে তারে  কিসের ছলে  গো।
অমর।  আমি চলে এনু বলে কার বাজে ব্যথা। 
কাহার মনের কথা মনেই থাকে।
আমি শুধু বুঝি, সখী, সরল ভাষা—
সরল হৃদয় আর সরল ভালোবাসা।
তোমাদের কত আছে, কত মন প্রাণ,
আমার হৃদয় নিয়ে ফেলো না বিপাকে।
মায়াকুমারীগণ।  সেদিন তো মধুনিশি  প্রাণে গিয়েছিল মিশি, 
মুকুলিত দশ দিশি  কুসুমদলে।
দুটি সোহাগের বাণী  যদি হত কানাকানি,
যদি ঐ মালাখানি  পরাতে গলে!
এখন ফিরাবে তারে  কিসের ছলে  গো।

অমরের প্রতি


শান্তা।  না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে!