পাতা:গীতবিতান.djvu/৮৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭২২
চণ্ডালিকা

যদি আমার সব মিটে যায়, সব মিটে যায়,
তবেই আমি বেঁচে যাব যে চিরদিনের তরে
যখন কিছুই থাকবে না।
দেবার আমার আছে কিছু এই কথাটাই যে
ভুলিয়ে রেখেছিল সবাই মিলে—
আজ জেনেছি, আমি নই-যে অভাগিনী;
দেবই আমি, দেবই আমি, দেবই
উজাড় করে দেব আমারে।
কোনো ভয় আর নেই আমার।
পড়্ তোর মন্তব, পড়্ তোর মন্তর,
ভিক্ষুরে নিয়ে আয় অমানিতার পাশে,
সে’ই তারে দিবে সম্মান—
এত মান আর কেউ দিতে কি পারে।
মা।  বাছা, তুই যে আমার বুক-চেরা ধন। 
তোর কথাতেই চলেছি  পাপের পথে পাপীয়সী!
হে পবিত্র মহাপুরুষ,
আমার অপরাধের শক্তি যত
ক্ষমার শক্তি তোমার  আরো অনেক গুণে বড়ো।
তোমারে করিব অসম্মান—
তবু প্রণাম, তবু প্রণাম, তবু প্রণাম।
প্রকৃতি।  দোষী করো আমায়, দোষী করো। 
ধুলায়-পড়া ম্লান কুসুম পায়ের তলায় ধরো।
অপরাধে ভরা ডালি
নিজ হাতে করো খালি,  আহা,
তার পরে সেই শূন্য ডালায়  তোমার করুণা ভরো—
আমায়  দোষী করো।
তুমি উচ্চ, আমি তুচ্ছ  ধরব তোমায় ফাঁদে
আমার অপরাধে।