পাতা:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৬০
গীতাঞ্জলি

জল ছিটিয়ে ফুলগুলি রাখ
সাজিখানি ভরে—
আসনটি তাঁর সাজিয়ে দে ভাই
মনের মতো করে।

দিন রজনী আছেন তিনি
আমাদেব এই ঘরে,
সকাল বেলায় তাঁরি হাসি
আলোক ঢেলে পড়ে
যেমনি ভোরে জেগে উঠে
নয়ন মেলে চাই
খুসি হয়ে আছেন চেয়ে
দেখ্তে মোরা পাই।
তাঁরি মুখের প্রসন্নতায়
সমস্ত ঘর ভরে
সকাল বেলায় তাঁরি হাসি
আলোক ঢেলে পড়ে।

একলা তিনি বসে থাকেন
আমাদের এই ঘরে
আমরা যখন অন্য কোথাও
চলি কাজের তরে।