পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

১০৬

যাস নে কোথাও ধেয়ে,
দেখ্‌ রে কেবল চেয়ে।
ঐ যে পুরব-গগন-মূলে
সোনার বরন পালটি তুলে
আসছে তরী বেয়ে,
দেখ্‌ রে কেবল চেয়ে॥

যে আঁধার-তটে
আনন্দ-গান রটে।
অনেক দিনের অভিসারে
অগম গহন জীবন-পারে
পৌঁছিল তোর নেয়ে,
দেখ্‌ রে কেবল চেয়ে॥

১২৬