পাতা:গীতালি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৪২

কাঁচা ধানের খেতে যেমন
শ্যামল সুধা ঢেলেছ গো
তেমনি করে আমার প্রাণে
নিবিড় শোভা মেলেছ গো।
যেমন করে কালো মেঘে
তোমার আভা গেছে লেগে
তেমনি করে হৃদয়ে মোর
চরণ তোমার ফেলেছ গো॥


বসন্তে এই বনের বায়ে
যেমন তুমি ঢাল ব্যথা
তেমনি করে অন্তরে মোর
ছাপিয়ে ওঠে ব্যাকুলতা।
দিয়ে তোমার রুদ্র আলো
বজ্র-আগুন যেমন জ্বল।
তেমনি তোমার আপন তাপে
প্রাণে আগুন জ্বেলেছ গো॥

৩১ ভাদ্র [১৩২১] সুরুল

৫১