পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাস গীতা । Yew) মাধব-সঙ্গমবৰ্দ্ধিতরঙ্গ, পূর্ণমনোরথমন্মথসঙ্গ । শোভন-কোমল-দিব্য-শরীরা, কৃষ্ণবপু:পরিমাণকিশোর ॥ ৪• ॥ ভাবময়ী বৃষভানুকিশোরী, কাঞ্চনচম্পককছুমগৌরী। রাধয়োরাধয়োমধ্যতো মধ্যতো, মাধবো মাধবো মণ্ডলে ॥ ৪১ ৷ রাধিক রাধিক মাধৰং চুম্বতি, মাধবো মাধবে রাধিকাং শ্লিষ্যতি । রাধিক রাধিক মাধবং গায়তি,মাধবে রাধিকাং বেথুন গায়তি ॥৪২ কল্পিতে মগুলে বাজতে রাধিকা, মাধব-প্রেম সন্দোহ-সংরাধিক । *. বাধিকাং রাধিকাং চান্তরেণাস্তর, মাধবং মাধবং চাস্তরেণাস্তুরা । মাধবো মাধবো রাধিক রাধিকা,রাধিক রাধিক মাধবো মাধব: ॥৪৩ বাসাবতারবিস্তারং বংশীবদনসুন্দরং, রতিকণমমদাক্রান্তং রাধাকৃষ্ণং ভঙ্গম্যতম্ ॥ ৪৪ ॥ ভ্রমন্তং রাসচক্রেণ নৃত্যন্তং তালশিঞ্জিতৈঃ । গোপীভিঃ সহ গায়ন্তং রাধাকৃষ্ণং ভজাম্যহম্।। ৪৫ ৷ রাসমণ্ডল-মধ্যস্থং প্রফুল্ল-বদনাম্বুজম্। অনন্তহৃদয়াসক্তং রাধাকৃষ্ণঃ ভজাম্যহম্ ॥ ৪৬ ॥ এইরূপে মাধবের সঙ্গমে মনঃসাধ পূর্ণ করিয়া শ্রীরাধা শোভা পাইতে লাগিলেন, তাহার শরীর মুশোভন, তিনি কিশোর কাস্তের অতুরূপিণী ॥ ৪০ ৷ 曦 কিশোরী কৃষ্ণপ্রিয়া ভাবময়ী তাহার শীর কাঞ্চন এবং চম্পকের ন্যায় গোঁববর্ণ। এইরূপে রাধামাধব রাসমণ্ডল শোভা করিতেছেন। ৪১ ৷ রাধিক রাধিকানাৰ্থেব মুখচুম্বন এবং রাধানাথ রাধিকাকে আলিঙ্গন করিতেছেন, মাধবের উদ্দেশে মাধব-মোহিনী সঙ্গীতালাপ করিতেছেন ॥৪২ এইরূপে শ্ৰীকৃষ্ণপ্রেমসংবৰ্দ্ধিনী শ্ৰীবাধা কল্পিত মগুলমধ্যে শোভা পাইতেছেন, তাহারা উভয়ে উভয়ের অন্তরঙ্গ হইয়াছেন । সৰ্ব্বত্রই রাধিক রাধিকা, মাধব মাধব বিরাজিত ॥ ৪৩ ৷ যাহা হউক, আমি রাসলীলাবিস্তরক বংশীবাদক কৃতিকামতুল্য শ্রীরাধাকৃষ্ণকে ভজনা করি ॥ ৪৪ ৷ ধিনি রাসচক্রে ভ্রাম্যমাণ,যিনি তালে তালে নৃত্যকারী,গোপীগণ সমভিব্যহারে ধিনি সঙ্গী তারাপে উন্মত্ত, সেই শ্রীরাধাকৃষ্ণকে আমি ভজনা করি ॥৪৫ যিনি রাসমণ্ডলমধ্যগত, ধগর বদনকমল প্রফুল্ল, যিনি পরম্পরের প্রতি তুল্যতাবে সমাসক্ত, সেই রাধাকৃষ্ণকে আমি ভজনা করি ॥ ৪৬