পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্রসপ্তশ্লোকী গীতা। =edgiedూతా শ্ৰীভগবানুবাচ। ওমিত্যেকাক্ষরং ব্রহ্ম ব্যাহরন্মামনুস্মরন। য: প্রয়াতি ত্যজন্দেহং স যাতি পরমাং গতিম্ ॥ ১ ॥ সৰ্ব্বত: পাণিপাদং তং সৰ্ব্বতোইক্ষিশিরোমুখম্। সৰ্ব্বত: শ্রুতিমল্লোকে সৰ্ব্বমাবৃত্য তিষ্ঠতি ॥ ২ ॥ অৰ্জুন উবাচ। স্থানে হৃষীকেশ তব প্রকাত্ত্যা, জগৎ প্রহৃষ্ঠদল্পরজ্যতে চ | রক্ষা-সি ভীতানি দিশো দ্ৰবন্তি, সৰ্ব্বে নমস্যস্তি চ সিদ্ধসঙ্ঘা: ॥ ৩ ॥ কবিং পুরাণমল্পশাসিতারমণেরণীয়াংসমনুস্মরেৎ যঃ । সৰ্ব্বস্ত্য ধীতারমচিন্ত্যরূপমাদিত্যবর্ণং তমস: পরস্তাৎ ॥ প্রয়াণকালে মনসাচলেন, ভক্ত্য যুক্তো যোগবলেন চৈব। ক্ৰৰোমধ্যে প্রাণমাবেতসম্যক, স তং পরং পুরুষমুপৈতি দিব্যম্ ॥ শ্ৰীভগবান কহিলেন, ও এই একাক্ষর ব্রহ্মবাচক ব্রহ্মস্বরূপকে উচ্চারণ করত দেহ ত্যাগ করিতে করিতে আমাকে অনুস্মরণ করিয়া যে দেহত্যাগ করে, সে পরম গতি প্রাপ্ত হয় ॥ ১ ॥ তিনি সৰ্ব্বত্র হস্তপদবিশিষ্ট, সৰ্ব্বত্র চক্ষু, শির ও মুখবিশিষ্ট, সৰ্ব্বত্র কর্ণবিশিষ্ট এবং লোকে সকলই ব্যাপিয়া রহিয়াছেন। ২ ॥ অৰ্জুন কহিলেন, হে হৃষীকেশ ! তোমার মাহাত্ম্য-সঙ্কীৰ্ত্তনে কেবল আমি নছি, কিন্তু জগৎ যে প্রহৃষ্ট ও অনুরক্ত হয়, রাক্ষসেরা ভীত হইয়া দিকে দিকে পলায়ম করে ও সিদ্ধগণ যে নমস্কার করে, এ সকলই যুক্তিযুক্ত বটে ॥৩ ৷ পুরাতন পুরুষ, কবি, সকল জগতের নিয়ন্ত, স্বল্প হইতেও অতি স্বক্ষ, সকলের পালক, বিধাতা, অপরিমিতমহিমা জঙ্ক মলীমস মনোবুদ্ধির অগোচর, অচিন্ত্যরূপ, তম:প্রকৃতির অতীত, স্বপরপ্রকাশাত্মক আদিত্যস্বরূপকে অন্তকালে ভক্তিযুক্ত হইয়া নিশ্চলমানসে এবং যোগবলের দ্বারা ও সুষুম্নামার্গে ক্রুদ্বয়ের মধ্যে সম্যকৃরূপে প্রাণকে আবেশিত করিয়া যিনি অনুস্মরণ করেন, তিনি সেই স্তোতনাত্মক পরমাত্মস্বরূপ পুরুষকে প্রাপ্ত হন ৷৷ ৪ ৷