পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

288 পরাশর গীতা । নৰে কপালে সলিলং সন্ন্যস্তং হীয়তে ২থ নবেতরে তথা ভাবং প্রাপ্নোতি মুখভাবিতম। . সতোয়েংগুও, যত্তোয়ং তস্মিয়েব প্রসিচ্যতে । বুদ্ধে বৃদ্ধিমবাপ্নোতিঃসলিলে সলিলং যথা ॥২• ॥ এবং কৰ্ম্মাণি যানীহ বুদ্ধিযুক্তানি পার্থিব । সমামি চৈব বানীহ তানি পুণ।তমাষ্টপি ॥২১ রাজ্ঞা জেতব্যাঃ শত্রৰশ্চোল্পতাশ্চ, সম্যক্ কৰ্ত্তব্যং পালনঞ্চ প্রজানাম্। অগ্নিশ্চেয়ে বহুভিশ্চাপি যজ্ঞৈরক্ত্যে মধ্যে বা বনমাশ্রিত্য স্থ্যেম ॥২২ ॥ দমাম্বিতঃ পুরুষো ধৰ্ম্মশীলে, ভূতানি চাত্মানমিবাহুপণ্ডেত । গরীয়স পূজয়েদাত্মশক্ত্যি","সত্যেন শীলেন সুখং নরেন্দ্ৰ ॥ ২৩ । ইতি পরাশরগীতায়াং দ্বিতীমোহধ্যায়ঃ ॥ =-ञ्जञ् ধেমন অপক মৃৎপাত্ৰস্থ জল ক্রমে ক্রমে ক্ষীণ হইয়া যায়, কিন্তু পক মৃৎপাত্ৰস্থ জলের কোন হানি হয় না, তদ্রুপ বুদ্ধি দ্বারা বিচার না করিয়া কাৰ্য্যের অনুষ্ঠান করিলে ঐ কায্য ক্রমে ক্রমে হীনদশা প্রাপ্ত হয়, কিন্তু ৰিচাব করিয়া কাৰ্য্যানুষ্ঠান করিলে ঐ কার্য্য সমভাবে অবস্থিত হইয়া ক্রমে ক্রমে মুখ বৃদ্ধি করিয়া থাকে। যেমন কোন পাত্রস্থিত জলে জল প্রদান কবিলে সেই জলের বৃদ্ধি হয়, তদ্রুপ পুণ্যকার্য্যেৰ অন্তষ্ঠান দ্বারা ধার্থিকনিগব পুণ্য পরিবৰ্দ্ধিত হইয়া থাকে। ১৯-২১ ॥ হে মহারাজ ! এই আমি তোমার নিকট সাধারণ ধৰ্ম্ম কীৰ্ত্তন করিলাম, অত:পর রাজধৰ্ম্ম কহিতেছি, শ্রবণ কব। নরপতি প্রথমতঃ প্রবল শত্রুদিগের পরাজয়, যথাবিধি প্রজাপালন ও বিবিধ যজ্ঞানুষ্ঠান করিয়া পরিশেষে বনে শমনপূর্বক ধৰ্ম্মশীল ও জিতেন্দ্রিয় হইয়। সমুদয় প্রাণীকে আপনার ন্যায় দর্শন, শক্তি অনুসারে গুরুজনের শুশ্ৰুষা এবং সত্য ও সৎস্বভাবজনিত বিশুদ্ধ মুখ অনুভব করিবেন ॥ ২২-২৩ ॥