পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8b” শান্তি গীতা । চিন্তাপরং মনো নিত্যং ধৈর্য্যং ন লড়তে ক্ষণমূ। উপায়ং বদ মে ক্লষ্ণ যেন শোকঃ প্রশম্যতি ॥ ৩৫ ॥ শ্ৰীভগবাহুবাচ। মনসি শোকসন্তাপে দহমানন্ততে মনঃ। ৰং পশুসি মহাবাহো দ্রষ্টাসি ত্বং মনে ন ক্তি ॥ ৩৬ ॥ দ্রষ্টা দৃষ্ঠাৎ পৃথকৃষ্টায়াৎ ত্বং পৃথকৃ চ বিলক্ষণ । অবিবেকাৎ মনো ভূত্বা দগ্ধোহহমিতি মন্তসে ॥ ৩৭ ॥ অন্ত:করণমেকং তচ্চতুবৃত্তিসমন্বিতম্। মন: সঙ্কল্পরূপং বৈ বুদ্ধিশ্চ নিশ্চয়াত্মিক ॥ ৩৮ ৷৷ অঙ্গুসন্ধানবচ্চিত্তমহঙ্কারোহতিমানকঃ । পঞ্চভূতাংশসস্তৃতা বিকারী দৃষ্ঠচঞ্চল: ॥৩৯ ৷ কৰ্ম্ম সমৃদ্ধ স্মরণ করিয়া আমার মন নিরন্তর শোকাগ্নিতে দগ্ধ হইতেছে । চিস্তা-নিমগ্ন মন ক্ষণমাত্রও ধৈর্য্যাবলম্বন করিতে অশক্ত । অতএব হে ক্লষ্ণ । কৃপা করিয়া এমন কিছু উপায় বলুন, যাহা দ্বার এই শোক প্রশান্ত কয় ॥ ৩৪-৩৫ ৷ \ভগবান কহিলেন, হে মহাবাহো ! শোকসন্তাপাদি মনের ধৰ্ম্ম, মন কর্তৃকই উহা কল্পিত হয় এবং মনই স্বয়ং উহাতে দগ্ধ হইয়া থাকে ) পঞ্চভূতাংশ হইতে সমুদ্ভুত মন ভৌতিক, বিকারী, চঞ্চল এবং দৃশ্ব, সে মন তুমি নষ্ট । তুমি অসঙ্গ, নিত্য-শুদ্ধ, নিত্য-মুক্ত, বিকার-বিহীন, চিদানন্দস্বরূপ, মনের গুণ ধৰ্ম্ম, ভাব এবং অভাবের দ্রষ্টা। দৃপ্ত পদার্থ হইতে দ্রষ্টা পৃথকৃ, এই স্থায় অনুসারে দৃশু মন হইতে তাহার দ্রষ্টাস্বরূপ তুমি পৃথক্ ও বিলক্ষণ । অবিবেক বশতঃ দৃশুদ্রষ্টার অভেদজ্ঞানে আমিই মন, ইঙ্গ নিশ্চয় করিয়া “আমি দগ্ধ হইতেছি” মনে করিতেছ ॥৩৬-৩৭ ॥ g۔ م এক অন্তঃকরণ বৃত্তিভেদে মন, বুদ্ধি, চিত্ত, অহঙ্কার এই চারি প্রকারে বিভক্ত। সঙ্কল্লাত্মক বৃত্তি মন, নিশ্চয়াত্মিক বৃত্তি বুদ্ধি, অনুসন্ধান্যত্মিক বৃত্তি চিত্ত এবং অভিমানাত্মিক বৃত্তি অহঙ্কার, ইহারা আত্মার দুগু, আত্মা ইহাদের It a రి-రినె || ’’سنی۔