পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२९ অবধূত গীতা । বিন্দতি বিশ্বতি ন হি ন হি মন্ত্ৰং, ছন্দোলক্ষণং ন হি ন হি তন্ত্ৰম্ ॥ সময়সমগ্নো ভাবিতপূতঃ, প্রলপিতমেতৎ পরমবধৃতঃ ॥ ৭৫ ৷ সৰ্ব্বশূন্তমশুষ্ঠঞ্চ সত্যাসতাং ন বিদ্যতে। স্বভাবভাবতঃ প্রোক্তং শাস্ত্রসংবিত্তিপূৰ্ব্বকম্ ॥ ৭৬ ৷ ইতি ভীদত্তাত্রেয়-বিরচিতায়ামবধুতগীতায়ামাত্মসংবিত্ত পদেশে নাম প্রথমোহ ধ্যায়ঃ ৷ ১ ৷৷ فsaصوصs=sصsصيم ضمه দ্বিতীয়োহধ্যায়ঃ । অবধূত উবাচ । বলিস্ত বা বিষয়ভোগরতস্ত বাপি, মূখস্ত সেবকজনস্ত গৃহস্থিতস্ত । এতদগুরোঃ কিমপি নৈব ন চিন্তনীয়ং, রত্নং কথং ত্যজতি কোহপাশুচে প্রবিষ্টম , ১ । নৈবাত্র কাব্যগুণ এর তু চিন্তনীয়ে, গ্রাহ: পরং গুণবতা খলু সার এব। সিন্দূরচিত্ররহিতা ভুবি রূপশন্তা, পারং ন কিং নয়তি নেীরিহ গন্তুকণমান ॥ ২ ॥ তথায় ছন্দোবন্ধ মন্ত্রেরও প্রয়োজন নাই বা তন্ত্রেরও প্রয়োজন নাই, সমরসে মগ্ন ধ্যানপূত অবধূত কর্তৃক এই প্রলাপ কথিত হইল ॥ ৭৫ ৷ তথায় শূন্তাশূন্ত সত্যসত্য কিছুই নাই, শাস্ত্রজ্ঞান পূর্বক সহজভাব হইতেই অবধূত কর্তৃক ইহা কথিত হইল ॥ ৭৬ ৷ ইতি শ্ৰীদত্তাত্ৰেয়-বিরচিত অবধূতগীতান্তর্গত আত্মসংবিত্ত পদেশ নামক প্রথম অধ্যায় । অবধূত কহিলেন, ইনি বালক, বিষয়ভোগরত, মূখ, সেবকজন বা গৃহস্থ, গুরুর সম্বন্ধে এই প্রকার চিন্তা করিতে নাই, অশুদ্ধ স্থানে পতিত রত্নকে কোন জন ত্যাগ করিয়া থাকে ? ১ ॥ গুরুর সম্বন্ধে পাণ্ডিত্যগুণ বিচার করিতে নাই, গুণবান জনের। সারই গ্রহণ করিয়া থাকেন ; সিন্দুরচিত্ররহিত কুরূপ নৌকা কি গমনেচ্ছু ব্যক্তিকে পারে লইয়া যায় না ? ২ ॥