পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৩৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

€్చు শিব গীতা । অগস্ত্য উবাচ। এবং চেচ্ছরণং যাহি পাৰ্ব্বতীপতিমব্যয়ম্। স চেৎ প্রসরে ভগবান বাঞ্ছিতাৰ্থং প্রদাস্ততি ॥ ১৫ । দেবৈরজের: শক্রাষ্ঠৈহরিণ ব্রহ্মণাপি বা । স তে বধা: কথং বা স্তাৎ শঙ্করামুগ্ৰহং বিন ॥ ১৬ ॥ অতত্ত্বাং দীক্ষয়িষ্ক্যামি বিরজামাগমাশ্ৰিত: | তেন মার্গেণ মর্ত্যত্বং হিতা তেজোময়ো ভব ॥ ১৭ ৷ যেন কারণে শত্ৰু সৰ্ব্বান কামানবাস্থ্যসি। ভূক্ত ভূমণ্ডলং চান্তে শিবসাযুজ্যমাপ্স্যসি ॥ ১৮ স্থত উবাচ । অথ প্ৰণম্য রামস্তং দগুবন্মুনিসত্তমম্। উবাচ দুঃখনিমুক্ত: প্রহৃষ্টেনাস্তরাত্মন ॥ ১৯ ॥ কৃতার্থোৎইং মুনে জাতো বাঞ্ছিতার্থে মমাগতঃ। পীতাম্বুধি প্রসন্নত্ত্বং যদি মে কিমুদুল্লভম্। অতত্ত্বং বিরজাদীক্ষাং ক্রহি মে মুনিসত্তম ॥২• । অগস্ত্য বলিলেন, তোমার দদি এই প্রকার দৃঢ়-নিশ্চয় হয়, তবে অবিনশ্বর পাৰ্ব্বতীবল্লভের শরণাপন্ন হও, ভগবান্‌ পাৰ্ব্বতীশ প্রসন্ন হইলে তোমাকে বাঞ্ছিত ফল প্রদান করিবেন। শঙ্করের অনুগ্রহ ব্যতীত শক্রাদি দেবগণ, বিষ্ণু ও ব্রহ্মা কর্তৃক অজেয় সেই রাবণ কেমন করিয়া তোমার বধ্য হইতে اولاد - ه< rig pو অতএব বিরজাদ"ক্ষ্য-প্রতিপাদক শাস্ত্র অবলম্বন করিয়া আমি তোমাকে দক্ষিত করিব, তুমি সেই পন্থা অনুসরণ করত মর্ত্যত্ব পরিহার পূর্বক বিশুদ্ধ দেহবান হও । পরস্তু এই দীক্ষা-প্রভাবে যুদ্ধে শক্ৰজী হইবে এবং পৃথিবীমণ্ডল ভোগ করত অন্তে শিবসাযুজ্য প্রাপ্ত হইবে ॥ ১৭-১৮ ॥ স্থত বলিলেন, অনন্তর রাম সেই মুনিসত্তমকে দগুবৎ প্রণাম করিয়া দুঃখ ৰিমোচন বশতঃ প্রহৃষ্টান্তঃকরণে বলিতে লাগিলেন ৷ ১৯ । স্ত্রীরাম বলিলেন, মুনে। আমি কৃতার্থ হইলাম, আমার বাঞ্ছিত বিষয় সিদ্ধ হইয়াছে। আপনি সিন্ধু পান করিতে সমর্থ হইয়াছিলেন, আপনি প্রসন্ন হইলে আমার কিছুই জুল্লভ হইবে না, অতএব হে মুনিসত্তম! আপনি জামাকে বিরজা-দীক্ষা বলুন ॥ ২• ॥