পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sു. শিব গীত । ন ভূমিরাপো ন চ বহ্নিরস্তি, ন চানিলো মেহস্তি ন মে নভশ্চ । এবং বিদিত্ব পরমাত্মরূপং, গুহাশয়ং নিষ্কলমদ্বিতীয়ম্। সমস্তসাঙ্কিং সদসদ্ধিহীনং, প্রয়াতি শুদ্ধং পরমাত্মরূপম্ ॥ ৫৬৷ এবং মাং তত্ত্বতে বেত্তি যস্ত রাম মহামতে । স এব নান্সে লোকেষু কৈবল্যফলমখুতে l t a li ইতি শীপদ্মপুরাণে শিবগীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শিব-রাঘব-সংবাদে বিভূতিযোগে নাম ब्रांश्वाग्निः ॥७॥ সপ্তমোহধ্যায়ঃ । শ্রীরাম উবাচ। ভগবন যন্ময় পুষ্ট তত্তথৈব স্তিতং বিভে । অত্রোত্তরঃ ময়া লব্ধং ত্বত্তো নৈব মহেশ্বর ॥ ১ ॥ পরিচ্ছিন্নপরীমাণে দেহে ভগবতস্তব । উৎপত্তি: সৰ্ব্বভূতানাং স্থিতিৰ্ব্ব বিলয়ঃ কথম্ । ২ ॥ আমি ভূমি, জল, বহ্নি, বায়ু ও আকাশস্বরূপ নহি । এই প্রকার নিষ্কল অর্থাৎ নিৰ্ব্বিকার, অদ্বিতীয় পরমাত্মস্বরূপ আমাকে গুহাশয় অর্থাৎ অজ্ঞানোপত্তিভাবে জানিয়া সমস্ত সাক্ষিস্বরূপ প্রপঞ্চ ও অবিদ্যারহিত শুদ্ধ পরমাত্মভাব প্রাপ্ত হইতে পারে ॥ ৫৬ ॥ হে মহামতে রাম : যে ব্যক্তি আমাকে এইরূপ তত্ত্বভাবে জানিতে পারে, সেই ব্যক্তিই কৈবল্যফল অর্থাৎ মুক্তিফললাভে সমর্থ হয়, কিন্তু যে ব্যক্তি জ্ঞানহীন হইয়া কেবলমাত্র কৰ্ম্মাহুষ্ঠান-নিরত অথবা সগুণোপাসনা-প্রসক্ত, সে ব্যক্তি মুক্তি লাভ করিতে পারে না । ৫৭ ৷ শ্রীরাম জিজ্ঞাসা করিলেন, ভগবন! আমি আপনাকে বাহা জিজ্ঞাসা করিয়াছি, তাহার প্রকৃত উত্তর কিছুই আপনার নিকট পাইলাম না । ১ ॥ আপনাকে পরিচ্ছিন্ন শরীরধারী দেখিতেছি, আপনার এই দেহে সৰ্ব্বস্কৃতের উৎপত্তি, স্থিতি ও লয় কেমন করিয়া হইতে পারে ? হে দেৰ !