পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৪৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিব গীতা । દર 6 শূখন্তোইপি তথাক্ষ্মামং জানতে নৈৰ কেচন । জ্ঞাত্বাপি মন্ততে মিথ্যা কিমেতত্তব মায়য় ॥ ৩৫ ॥ শ্ৰীশিব উবাচ । এবমেৰ মহাবাহে । নাত্র কার্য্যা বিচারণা। দৈবী হোষা গুণময়ী মম মায়া দুরত্যয় ॥ ৩৬ ৷ মামেব যে প্ৰপদ্যন্তে মায়ামেতাং তরস্তি তে । অভক্ত যে মহাবাহো মম শ্রদ্ধাবিবর্জিতা: ॥ ৩৭ ॥ ফলং কাময়মানাস্তে চৈহিকামুষ্মিকাদিকম্। ক্ষয়ি স্বল্পং সাতিশয়ং তত: কৰ্ম্মফলং মতম্ ॥৩৮ তদবিজ্ঞায় কৰ্ম্মাণি যে কুৰ্ব্বন্তি নরাধমা: | মাতু পতন্তি তে গর্ভে মূত্যোৰ্বত্ত্বে, পুনঃ পুনঃ । ৩৯ ৷ নানাযোনিষু জাতস্ত দেহিনো যস্ত কস্তচিৎ। কোটিজন্মার্জিতৈঃ পুণ্যৈৰ্ম্ময়ি ভক্তিঃ প্রজায়তে। ৪• ॥ যাঞ্জিফ ও সত্যবাদী হইয়। শ্রবণ-বিষয়ে কেন প্রবৃত্ত হয় না ? কেক্ষ কেক শ্রবণ করিয়াও আত্মাকে জানিতে পারে না কেন এবং কেহ কেহ জানিয়াও আপনার মায়া বশত: মিথ্যা বলিয়া মনে কবে কেন ? ( এই বিযয় আপনি বলুন ) ॥ ৩৪-৩৫ ॥ শ্ৰীশিব বলিলেন, চে মহাবহে । তুমি যাহা জিজ্ঞাসা করিলে, তাহা ঠিক, ইহাতে আর বিচাব করিতে হইবে না। আমার দৈবী ত্রিগুণাত্মিক এই ষে দুরধিগম্য। মায়া আছে, ( ইহাই এতৎসমস্তের কারণ ), যাহার। আমাকে প্রাপ্ত হইতে পারে, তাহারই এই মায়াকে উত্তীর্ণ করিতে সমর্থ। হে মহাবাহে । যাহারা আমার প্রতি অভক্ত ও শ্রদ্ধাবিবর্জিত, তাহারা কেবলমাত্র ঐহিক ও পারত্রিক ফলকামনা করিয়া থাকে। ঐ ফল ক্ষয়ি অল্প ও সাতিশয় অর্থাৎ স্বৰ্গাদির প্রাপক ॥ ৩৬-৩৮ ॥ যে নরাধম পুরুষ কৰ্ম্মের এতাদৃশ ফলের বিষয় না জানিয়া কর্ণাঙ্গুষ্ঠান করে, তাহারা পুনঃ পুনঃ জন্ম-মৃত্যুর বশবৰ্ত্তী হয় ॥৩৯ ॥ এই প্রকারে নানা যোনিতে বারংবার জন্ম লাভ করিয়া কোটিজন্মার্জিত পুণ্যফলে আমাতে ভক্তি সমুৎপন্ন হয় ॥ ৪• u