পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৪৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগবতী-গীতা । প্রথমোহধ্যায়: । নারদ উবাচ। ক্রহি দেব মহেশান যথা সা পরমেশ্বরী। বভূব মেনকাগর্তে পূর্ণভাবেন পাৰ্ব্বতী ॥ ১ ॥ শ্ৰতং বহুপুরাণেষু জ্ঞায়তেহপি চ যদ্যপি । জন্মকৰ্ম্মাদিকং তস্তাস্তথাপি পরমেশ্বর। শ্রোতুং সমিষ্যতে তত্ত্বং যতত্ত্বং বেৎসি তত্ত্বত: । তদ্বদস্ব মহাদেব বিস্তরেণ মহামতে ॥ ২ ॥ ঐশিব উবাচ। ত্ৰৈলোক্য-জননী দুর্গা ব্ৰহ্মরূপা সনাতনী। প্রার্থিতা গিরিরাজেন তৎপত্ন্যা মেনয়াপি চ । মহোগ্ৰতপসা পুত্ৰীভাবেন মুনিপুঞ্জব। প্রার্থিতা চ মহেশেন সতীবিরহদুঃখিনী ॥ ৩ ॥ নারদ বলিলেন, চে দেব মহেশ ! যেরূপে পরমেশ্বরী দুর্গ গিরিরাজপত্নী মেনকার গর্ভে পূর্ণভাবে জন্মগ্রহণ করিয়াছিলেন, তাহ আমাকে বলুন ॥ ১ ॥ হে পরমেশ্বর ! যদিও আমি জগন্মাতা দুর্গার জন্ম এবং কর্মের কথা নানা পুরাণে শ্রবণ করিয়াছি এবং বিদিত আছি, তথাপি আমি সেই সকল তত্ত্ব যথার্থরূপে শুনিতে ইচ্ছা করিতেছি । কেন না, আপনি সে সকল তত্ত্ব প্রকৃতরূপে জ্ঞাত আছেন, অতএব হে মহাদেব ! জাপনি সেই সমস্ত কথা সবিস্তাররূপে আমাকে বলুন ॥ ২ ॥ - শিৰ বলিলেন, হে মুনিপ্রবর নারদ। ব্রহ্মরূপ সনাতনী ত্ৰৈলোক্যজননী দুর্গ গিরিরাজ হিমালয় ও তাহার পত্নী মেনকা দ্বারা মহা কঠোর তপস্তাসহকারে পুত্ৰীভাবে আরাধিতা এবং সতীবিরহছুঃখিত আমা কর্তৃক পত্নীরূপে প্রার্থিত হইয়াছিলেন ॥৩ ॥ ૨છે