পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৪৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগবতী গীতা । 8@ፃ ধন্তোহহং কুতরুত্যোহহং মাতত্ত্বং নিজলীলয়া । নিত্যাপি মদগুছে জাত পুত্ৰীভাবেন বৈ যতঃ ॥ ৩৪ ৷ কিং ক্রমে মেনকায়াশ্চ ভাগ্যং জন্মশতাৰ্জিতম্ ॥ যতস্ত্ৰিজগতাং মাতুরপি মাতাভবত্তব ॥৩৫ ॥ শ্ৰীমহাদেব উবাচ। এবং গিরীন্দ্রতনয়। গিরিরাজেন সংস্তুত । বভূব সহসা চারুরূপিণী পূৰ্ব্ববলুনে ॥ ৩৬ ॥ মেনকাপি বিলোক্যৈবং বিস্মিত ভক্তিসংযুত । জ্ঞাত্বা ব্ৰহ্মময়ীং পুত্ৰীং প্রাহ গদগদয়া গিরী । ৩৭ ॥ মেনকোবাচ । মাত স্থতিং ন জানামি ভক্তিং বা জগদম্বিকে । তথাপ্যহমন্তগ্রাহা ত্বয়া নিজগুণেন চি ॥ ৩৮ ৷৷ ত্বয়া জগদিদং হৃষ্টং ত্বমেবৈতৎফলপ্রদ । সৰ্ব্বাধীরস্বরূপ ত্বমুপাধি: সৰ্ব্বেষামপি ॥৩৯ ॥ আমি ধন্ত ও কুতরুত্য হইলাম, কারণ, আপনি নিত্য হইলেণ্ড প্রাকৃত জনেল ন্যায় আমার গুহে লীলা করিবার জন্ত পুত্ৰীভাবে জন্মলাভ করিয়াছেন । ৩৪ ॥ মেনকা শত শত জন্মে যে কি সৌভাগ্য লাভ করিয়াছেন, তাহ। আর কি কহিব। কারণ, আপনি যে ত্ৰিজগতের মাতা, তিনি আপনারও জননী হইয়াছেন । ৩৫ ॥ শ্ৰীমহাদেব কহিলেন, গিরীন্দ্ৰনন্দিনী দুর্গ। গিরিরাজ কর্তৃক এইরূপে সংস্তুত হইয়া সহসা পূর্বের ন্যায় চারুরূপ ধারণ করিলেন ॥ ৩৬ ॥ মেনকাও এই রূপ দর্শন করিয়া বিস্মি ৩ ও ভক্তিযুক্ত হইয়া কম্বাকে ব্ৰহ্মময়ী বলিয়া জানিতে পারিয়া গদগদবাক্যে বলিতে লাগিলেন। ৩৭ ॥ মেনকা কহিলেন, হে মাতঃ জগদম্বে ! আমি স্তুতি করিতে জানি না, আমার ভক্তিও নাই, কিন্তু মা, আপনি নিজ গুণে আমাকে অনুগ্রহ করিয়াছেন ॥ ৩৮ ॥ মা, আপনি এই জগৎ হ'ষ্ট করিয়াছেন অপনিই সমস্ত জীবের কৰ্ম্মফল প্রদান করেন, আপনিই সকল বস্তুর আধার এবং আপনিই সকলের উপাধিরূপে বর্তমান ॥৩৯ ॥