পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৪৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভগবতী গীতা। 8ፃቀ এবমন্তেহপি যে ভাবাঃ সাত্ত্বিক রাজসাস্তথা । তামসা মত্ত উৎপন্ন মদীনাশ্চ তে ময়ি ॥ ৮ । নাহং তেষামধৗনাশ্মি কদাচিৎ পৰ্ব্বতৰ্ষভ | এবং সৰ্ব্বগতং রূপমদ্বৈতং পরমব্যয়মৃ । ন জানস্তি মহারাজ মোহিতা মম মায়য়া ॥ ৯ ॥ যে ভজস্তি চ মাং ভক্ত্যা মায়ামেতাং তরন্তি তে । স্বঃ্যর্থমাত্মনে রূপং ময়ৈব স্বেচ্ছয়া পিতঃ । 象 রুত দ্বিধা নগশ্রেষ্ঠ স্ত্রীপুমানিতি বিভেদত: ॥ ১০ ॥ শিবঃ প্রধানপুরুষঃ শক্তিশ্চ পবমা শিবা । শিবশক্তাত্মকং ব্রহ্ম যোগিনস্তত্ত্বদৰ্শিনঃ বদন্তি মাং মহাবাজ অতএব পবাৎপবম্ ॥ ১১ ॥ স্তজামি ব্রহ্মরূপেণ জগদে তচ্চরাচরম্। সংহরামি মহারুদ্ররূপেণাস্তে নিজেচ্চয় ॥ ১২ ৷ ইঙ্গ ভিন্ন সাত্ত্বিক, বা সিক ও তামসিক ত্ৰিবিধ ভাব আম৷ হইতে উৎপন্ন হষ্টয়াছে এবং তাহাব! আমাঙে থাকিয়া আমার অধীন রহিয়াছে ॥ ৮ ॥ হে পৰ্ব্বতশ্রেষ্ঠ । আমি কদাচ সেই সমস্ত ভাব সমূহের অধীন হই না, আমাকে সৰ্ব্বপদৰ্থময় অথচ অদ্বয় এবং অব্যয় বলিয়া জানিবে। কিন্তু আমার মায়ায় মুগ্ধ জীব জাম কে জানিতে পারে না। ৯ ॥ যে সকল ব্যক্তি আমাকে ভক্তিব সহিত ভজনা করে, তাহারাষ্ট এই মায়া হইতে উত্তীর্ণ হইতে সমর্থ হয়, আমিই হষ্টির নিমিত্ত ইচ্ছা পূৰ্ব্বক স্বী ও পুরুষভেদে আমাব রূপ দুষ্ট প্রকারে কল্পিত করিতেছি ॥ ১০ ॥ শিবই সর্বশ্রেষ্ঠ পুরুষ এবং শিবানী পরম শক্তি। শিব ও শক্তি একত্র মিলিয়া পূৰ্ণব্ৰহ্মরূপ হয়েন, কিন্তু যোগিৰ্বন্দ আমাকেই পরাৎপর শিবশঙ্কাত্মক ব্ৰহ্ম বলিয়া থাকেন ॥ ১১ ॥ আমিই ব্ৰহ্মরূপে এই চরাচর জগৎ স্বষ্টি করি এবং ইচ্ছাবশে মহারুদ্ররূপে সংহার করিয়া থাকি ॥ ১২ ॥