পাতা:গীতিমাল্য-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৪৬

কেবল থাকিস স’রে স’রে,
পাস নে কিছুই হৃদয় ভরে।
আনন্দভাণ্ডারের থেকে
দূত যে তােরে গেল ডেকে,
কোণে বসে দিস নে সাড়া—
সব খোয়ালি এমনি করে॥

জীবনকে আজ তােল্‌ জাগিয়ে,
মাঝে সবার আয় আগিয়ে।
চলিস নে পথ মেপে মেপে,
আপনাকে দে নিখিল ব্যেপে,
যেটুকু দিন বাকি আছে—
কাটাস নে তা ঘুমের ঘােরে॥

৫ কার্তিক [১৩২০]

শান্তিনিকেতন

৬৩