পাতা:গোপাল কামিনী.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন।


سس۔ ۲} -۔سمہ.

বালকদিগের শিক্ষা বিষয়ে তাহাদের পড়িবার অনুরাগ যত ফলজনক, আর সকল উপায় তত নয়। প্রকক্ষ দেখা যাইতেছে, অধিক বয়স্ক শহু সহস্র ব্যক্তি পড়িতে সমর্থ হইয়াও কথন বহি খুলিতে চান্তে না। অতএব এ বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া অতি আবশ্ব)ক । এবং ভারতীয় যুবক হিতৈষি মহাশয়দিগেরও কৰ্ত্তত যে, বালকগণের পাঠোপযোগি বাঙ্গালা । পুস্তক সকলের মধ্যে কোন পুস্তক সামান্তরূপ হইয়াও যদি মনোহর করিবার অভিপ্রায়ে প্রস্তুত করা হয়, তবে তাহাতে র্তাহারা সন্তোষের সহিত সমাদর প্রকাশ করেন । এই ক্ষুদ্র পুস্তকখানি উক্ত অভিপ্রায়েই প্রস্তুত করা হইয়াছে। ইহার গল্পটি কোন পুস্তক হইতে সংগৃহীত, এ কথা নয় বলিলেও বলা যায়। কারণ ইহাতে কিঞ্চিষ্মাত্র আভাস বই আর কিছুই উদ্ধৃত হয় নাই। গল্পটি মনোহর করিবার জন্ত যথাসাপ্ত যত্ন করা গিয়াছে, এবং উত্তম ২ নীতিও প্রবেশিত করিতে তুটি করা যায় নাই। এই হেতু ভরসা করা বইতে পারে যে, ইহা পড়িলে বিশেষ ফল লাভ হইতে পারিবেক । ফোট উইলিয়ম কালেঞ্জ, ১লা এপ্রিল ইং ১৮৫১.