পাতা:গোপাল কামিনী.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । brఏ কামিনী এইরূপ আক্ষেপ করত মনেই স্থির করিল, য়াহা হুইবার তাহা হইয়াছে। এখন একবার তাহাকে ডাকি। দয়াময় হইয়া যে এ দুঃখিনীর ডাকে কৰ্ণপাত করবেন না, এমত হইতে পারে না. মনে ২ এই প্রকার কল্প করিয়া সে গলবন্দ্রে ও কৃতাঞ্জলিপুটে এই বলিয়া ডাকিতে ও প্রার্থনা করিতে লাগিল ... হে দয়াময়! জগদীশ ! আমি শুনিয়াছি তুমি অনাথের নাথ, নিরাশ্রয়ের আশ্রয়, এবং অগতির গতি । যে ব্যক্তি ঘোর বিপদে পড়িয়া তোমাকে স্মরণ করে ও শরণাগত হয়, তাহার উপরি কৃপা বিতরণ করিতে তুমি কদাচ বিমুখ হও না। এক্ষণে অামি ঘোরদায়ে পড়িয়াছি। কেহুমাত্র সহায় নাই। অতএব এই ঘোর বিপদের সময়ে তুমি আমার পুতি কৃপাদৃষ্টি কর। এই অনাথ মণ্ডলীতে তুমি বই এখন আমাকে রক্ষা করে এমন কেহই নাই। আমি তোমার চরণের শরণ লইলাম, দেখিও যেন তোমার * শরণাগত বৎসল” নামে কলঙ্ক না হয়”। এই @ ペつ