পাতা:গোপাল কামিনী.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

義)○ গোপাল কামিনী । পুকার প্রার্থনার পর কামিনী অনাহারেই শয়ন করিয়া সেই যামিনী যাপন করিল। প্রভাত হইলে পর সে পুনর্বার প্রতি বেশ বাসিনীদিগের নিকটে গিয়া সজল নয়নে কছিল, হাগো । দাদা ত কালি রাত্রিতে আসেন নাই, আমি কি করি ? তোমরা কি তাহার সংবাদ পাইবার কোন উপায় বলিতে পার , পুতিবেশিনীরা কহিল “কামিনি। সে কি । গোপাল কালি রাত্রিতে আসে নাই ; ইহা তবে ভাবনার বিষয় বটে। আমরা মেয়ে মানুষ, কোথায় যাইয়া কাহাকে জিজ্ঞাসা করিব, কিছুই যে বুঝিতে পারিতেছি না। ভাগ হইতে পুৰুষেরাও এখন কেহ ঘরে নাই। তাছারা তোপের পূর্বে উঠিয়া কাজে গিয়াছেন”। এই সকল কথা বাৰ্ত্তা হইতেছে, পাড়ার কমল চেকীদার বেড়াইতে ২, তথায় আসিয়া উপস্থিত হইল, এবৎ জিজ্ঞাসা ক, প্রিল,“হা গো! তোমরা কি গোলমাল করিতেছ? আর কামিনীই বা এত সকালে কাদুখ মুখখানি করিয়া এখানে দাড়াইয়া রছিয়াছে কেন” ?1.