পাতা:গোপাল কামিনী.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । 。 > কামিনী কছিল, “কমল দাদা ! আমিও তোমার, বাড়ীতে যাইতেছিলাম, তুমি আসিয়াছ , ভাল হুইয়াছে । আমি ত মহাবিপদে পড়িয়াছি । আমার দাদা কালি বাহির হইয়াছেন, তদবধি আর ঘরে আসেন নাই। ভাবিয়া ব্যাকুল হইয়াছি, উপায় কি করি বল দেখি”। কমল কহিল, তাহার এত ভাবনা কি ? অামার আজি পোলিসে যাইবার আবশ্যক আছে, বাহির হইতে হইবেক । যেখান হইতে হউক, সন্ধ্যার পূর্বে তোমাকে তোমার দাদার সংবাদ আনিয়া দিব, তুমি ভাবিত হইও না। এক্ষণে তুমি বাসায় যাইয়া স্বান ভোজন করি বার উদ্যোগ কর” । কামিনী কহিল, “ কমল দাদা ! দেখিও যেন এ কথা বিস্মৃত হইও না । আমি তোমার পথ চাহিয়া রছিলাম, তুমি সংবাদ না আনিয়া দিলে আর কিছুই করিব না। করিবই বা কি? প্রবৃত্তি না হইলে ত কিছু করা হয় না। ফলে এখন আর কিছুই করিতে .মন লয় না । সে যাহা হউক, এখন তবে আমি