পাতা:গোপাল কামিনী.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । مینا نه থানায় গিয়া গোপালের সহিত সাক্ষাৎ করিল। কমল চেকীদারকে দেখিবামাত্র গোপালের চক্ষু দুটি অঙ্গতে পরিপূর্ণ হইয়া উঠিল। সে কমলের সাক্ষাতে সবিশেষ বিবরণ করিয়া কহিতে অনেক যত্ন করিতে লাগিল বটে, কিন্তু অন্তর্বাম্পে তাহার কণ্ঠদেশ অবৰুদ্ধপ্রায় হও য়াতে, আপাততঃ খানিকক্ষণ পর্যন্ত তাহার মূখ দিয়া একটি কথাও নির্গত হইল না। অনন্তর গোপাল কাদিতে ২ কছিল, “ কমল দাদ। এই দেখ আমার দুৰ্গতি! কোন দোষের দোষী নহি, তথাপি এ সকল অসহ যাতনা সহ্য করিতে হইতেছে। আঃ! চৌকীদারে আমাকে বাধিয়া কত নিগুহ করিয়াছে, এবং এখানে জমাদার প্রভৃতির বা কতই পুহার ও অন্যান্য যাতনা দিয়াছে, তাহ আর বলিয়া জানাইতে সমর্থ নছি ? বিশেষতঃ এই সকল লোকদিগের কটুভাষায় যে সমস্ত গালাগালি, তাহা আমার হৃদয়ে শেলের মত বিদ্ধ হইয়া রহিয়াছে" ৷ এই ৰূপে গোপাল কমলের