পাতা:গোপাল কামিনী.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । ৯ ৯ নিকট আপনার মনের বেদন সকল বিবরণ করিয়া, যে ৰূপে নোটখানি পাইয়াছিল, এবং যে পুকারে ধূত ও থানায় আনীত হইয়াছিল, সমুদায় বৃত্তান্ত আদ্যোপান্ত কহিয়া শুনাইল । ফলে সুহৃদ্ধর কমূলের নিকট সেই সকল ক্ষোভের কথা কহিয় তাহার ক্ষোভেরও কিঞ্চিৎ শৈথিল হইল। পরে সে কহিল, দাদা । যাহা হইবার তাহা হইয়াছে, আর কিছু অব । শিষ্ট থাকে পরেও হুইবেক, তাহাতে আমার দুঃখ নাই। এক্ষণে কুেশের মধ্যে এই যে, কামিনী আমার এ দুৰ্গতির বৃত্তান্ত তোমার মুখ থেকে শুনিলে যে কত দুর পর্যন্ত দুখিত হইবে, এবং কি অনবস্থায় কাল হরণ করিবে, আমার সেই ভাবনাই প্রবল হইতেছে। সে তোমার মুখে এই সংবাদ শুনিবামাত্র অতিশয় অধীর হুইবেক । অতএব দাদা! এক কৰ্ম্ম কর, আমাকে একটু কাগজ ও কালী কলম আনিয়া দেও, আমি স্বহস্তে তাহার প্রত্যয়ের জন্য এক থানি পত্র লিখিয়া তোমাকে দিয়া পাঠাইয়া বt ৯ •