পাতা:গোপাল কামিনী.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So $. গোপাল কামিনী । রাধী নচি, এই জন্ত এত ক্লেশেও ধৈৰ্য ধারণ করিয়া রহিয়াছি। পরমেশ্বর সকল দেখিতেছেন, সকল শুনতেছেন, তিনি অবশ্ব ২ ইহার হবিচার না করিয়া থাকিবেন না । যাহা হউক, এক্ষণে যাবহ আমার এ বিষয় বিচার হইয়। শেষ না হইবেক, তাবৎ তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হইবেক না । আর বোধ করি বিচারকালে তোমাকে সাক্ষ্য দিতেও অসিতে হইবেক ; কেননা অামার এ বিষয় সদ্য মিথ্য ভুমি বই অন্ত কেহই জানে না । সুতরাং অমনি ২ ঘদি ইহ। শেষ না হয়, তবে অগদ্য তোমার নাম না করিত্রে ও আমার নিস্তার নাই । তবে দুঃখের বিষয় এই ঘে. তোমাকেও কাছারাতে আনিতে হইল, কিন্তু ইহাতে তুমি মনে কিছু দুঃখ বা সংকোচ করিও না । সন্তানে যেমন পিতার নিকট যাইতে কোন সংকোচ করে না, রাজার নিকট প্রজারও তদ্রুপ না করা উচিত। অতএব যদি তুমি এখানে না আtইলে একান্তই না চলে, করিবে কি, কমল দাদাকে সঙ্গে লইয়। আসিবে । তুমি আসিয়া সাক্ষ্য দিলে পর, আমার দোষাভাব সাব্যস্ত হুইবেক, সন্দেহ নাই” । শ্ৰীগোপালচন্দ্র ঘোষস ।