পাতা:গোপাল কামিনী.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । > o N○ গোপাল পত্ৰখানি কমল চৌকীদারের হস্তে দিয়া কছিল “ কমল দাদা ! কামিনী বাসায় একাকিনী রহিয়াছে, দেখিও যেন সে কোন কষ্ট পায় না । আমরা তোমাকে দাদা বলিয়া ডাকি বটে, কিন্তু পিতার মত মান করি । আর তুমিও আমাদিগকে সন্তানের ন্যায় অকপট বুেহু করিয়া থাক । এই অসময়ে যখন এখান পর্যন্ত তত্ত্ব লইতে আসিয়াছ, তখন তোমার বন্ধুতা পকাশ যত দূর করিতে হয়, তাহ করা হুইয়াছে । পাঠশালায় গুৰু মহাশয়ের মুখে শুনিয়াছি “ যে ব্যক্তি রাজ দ্বারে এবং শ্মশানে থাকিয়া তত্ত্বাবধান করে সেই পুকুত বন্ধু"। ফলে বিপদ পড়িলেই বন্ধুর বিশেষ পরীক্ষা করা যায়। এই দুরবস্থার সময়ে এখান পৰ্যন্ত আসিয়া তত্ত্ব লওয়াতে তোমার’ গুণ আর আমাদের পাণ থাকিতে বিস্মৃত হইবার নহে"। কমল গোপালের পত্ৰখানি কাল্লির হস্তে দিয়া সমুদায় বৃত্তান্ত আদ্যোপান্ত কহিয়া শুনা