পাতা:গোপাল কামিনী.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* গোপাঙ্গ কামিনী । > o. 3 লে ভয় কর ক্ষতি নাই ; নচেৎ অকারণে ভীত হওয়া কেবল ক্লেশকে ডাকিয়া আনা মাত্র । এমত সকল বিষয়ে আমাদের এখানকার লোকেরা খুব শক্ত । সর্বদা দেখিয়া শুনিয়া মনকে দৃঢ় করিয়াছে।.ইহার এমন ২ ক্ষুদ্র বিষয়ে ভ্ৰক্ষেপও করে না । গোপাল কালি পর শুর মধ্যে এবিষয়ের বিচার হইলেই খালাস পাইবে, তুমি এ জন্য ভাবিত হইও না। আমরা আছি, সর্বদা তত্ত্ব করিব, চিন্তা কি?" কামিনী কছিল, কমল দাদা ! যাহা বলি তেছ সব সত্য বটে, কিন্তু আমার মন মে কোন মতে পুবোধ মানিতেছে না, করি কি ? মনে জানি, বিপদের সময়ে অধৈর্য ও সাহস চীন হওয়া ভাল নয়, কিন্তু এমনি ব্যাকুল হই য়াছি যে, কাজে সেটি করিতে পারিতেছি না । যাহা হউক, যাহা ঘটিবার তাহা খণ্ডিবার নহে। সম্প্রতি তোমাকে এক কৰ্ম্মের ভার লইতে হুইবেক । যাবৎ ইহার বিচার না হয় তাবৎ পতি দিন যেন দাদার তত্ত্ব লওয়া এবং আ