পাতা:গোপাল কামিনী.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ० ॐ গোপাঙ্গ কামিনী । মাকে তাহার সমাচার দেওয়া হয়" । কমল কহিল, “ সে জন্য তোমার চিন্তা নাই, এ কথা তোমার বলা অধিক, না বলিলেও, করি उाम, डाशत्व जूल नाड़े"। ७३ बत्रिज्ञा न बान्नै গমন করিল, এবং রাত্রিকালে পাছে কামিনী একাকিনী থাকিয়া ভয় পায়, এ জন্য সে আপন ভগিনীকে তাহার নিকটে পাঠাইয়া দিল । পর দিন কমল সকাল ২ পুস্তুত হইয়া গোপালকে দেখিতে বহির্গমন করিয়া, থানায় গিয়া শুনিল যে, দারোগ তৎপর দিবস গোপালকে পোলিসে চালান করিবেন। ইহাতে সে গোপালকে বুঝাইয়া পড়াইয়া কছিল, “ তবে এখন আমি বাট চলিলাম, কল্য দশটার সময়ে পোলিসে যাইয়া হাজির হইতেছি । কামিনীকে লইয়া আসা যদি একান্তই ঘটিয়া উঠে, পরে তখন গিয়া তাহাকে আনা যাইরেক ? অাগে তাহাকে আনিবার আবশ্যকতা নাই", এই বলিয়া সে তথা হইতে পুস্থান করিল এবং কামিনীর নিকটে গিয়া কহিল,