পাতা:গোপাল কামিনী.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । سيته لا সরাগে আসিয়া দাড়াইয়া রহিয়াছে। ইহাতে তখন তাহার মনে ২ অতিশয় আনন্দ হইল। পরে য়্যারমামুদ চেকীদার তাড়াতাড়ি দারো গার পুেরিত চালান পত্র ও লোগু মেজিষ্ট্রেট সাহেবের সম্মুখে রাখিয়া কিয়দূর অন্তরে কৃতা প্ললিপুটে দাড়াইলে পর, ঐ পত্র শুনানি হই বার আদেশ হয়। অনন্তর সাহেব তাহার মৰ্ম্ম বুঝির অনুমতি করেন যে, শ্যামবাজার নিবাসী ফরিয়াদী শ্যামচাদ বাবুর নিকট রীতিমত এক এন্তালানামা পাঠান যায় যে, তিনি এখনি এই স্থানে আসিয়া উপস্থিত হন । এত্তালানামা লিখিত হইয়া পুস্তুত হইলে সাহেব তাহাতে দস্তখত করিয়া একজন চাপ, ভাশাকে দিয়া সেই বাবুর নিকট পাঠাইয়া দিলেন । চাপড়াশী বাবুর বাটতে গিয়া দ্বারবানের মুখে শুনিল, বাবু বাটীতে নাই । সুতরা সে অবিলকেই চিঠিশুদ্ধ ফিরিয়া আইল এবং সাহেবের নিকটে নিবেদন করিল “ খোদাবাদ ।