পাতা:গোপাল কামিনী.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* গোপাল কামিনী । > * > বাবু এখন ঘরে নাই, কখন, বা কবে আসিবেন এবং কোথায় গিয়াছেন, তাহার কিছুই ঠিকা না পাওয়া গেল না” । তখন সাহেব মোকদমার ভাব ও গতিক বুঝিবার জন্য আসামী কে নিকটে হাজির করিতে আজ্ঞা করিলে পর য়্যারমামুদই তাহা করিতে অগ্রসর হইল । পূৰ্বে গোপালের মুখখানি সর্বদাই সহাস ও প্রসন্ন থাকিত, এখন তাহা সাহেবের মুখ দে খিয়া এককালে শুষ্ক ও বিবর্ণ হইয়া গেল । সাহেব জবানবন্দানবীসকে প্রশ্ন উত্তর সকল লিখিতে আদেশ করিয়া আপনই গোপালকে জিজ্ঞাসা করিতে লাগিলেন । তোমার নাম কি ?” “ আমাৰ নাম গোপালচন্দ্র ঘোষ।” “ তোমার বয়স কত ?” “ প্রয়ঃ তের বৎসর }"

    • তোমার বাড়ী কোথায় ?”

“ নিজ কৃঞ্জনগর ” • •• কত দিন কলিকাতায় আসিয়াছ ?” “ প্রায়: দুই মাস হইল।” 3 کي