পাতা:গোপাল কামিনী.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እ গোপাল কামিনী । > X > কহিল, তাহা সকলই সত্য এবং গোপালের সকল কথারই পোষক। বিচার পতি কহিতে লাগিলেন “হেদেখ! তোমাদের দুইটি ভাই বোনকে দেখিয়া আমার বড় দুঃখ হইতেছে. কিন্তু যে প্রকার আইন, তাহাতে আসামীর কায়িক শ্রম, ও বেড়াপায় এবং ভারী মিয়াদ হইতে পারে । বিশেষতঃ চৌকিদারের সাক্ষীরা এবিষয়ে কহিল “ আমরা স্বকৰ্ণে শুনিয়াছি, আসামী আপনমুখে চুরী কবুল করিয়াছে, এবং চৌকিদারকে কিছু ঘুষ দিয়া সরিতে চাহিয়াছে। তোমরা ত এমন কোন মাতবর সাক্ষীও দিতে পারিতেছ না যে, তাহার সাক্ষে খালাস পাইতে পার । অতএব এখন আমি তোমাদের আর কোন উপায় দেখিতে পাইতেছি না । বিচারে আসামীর দোষই এক প্রকার সাব্যস্ত হইল । এক্ষণে রীতিমত হুকুম না দেওয়া বড় অন্যায়” । এই বলিয়া সাহেব তহবিলদারকে নিকটে ডাকিয়া কছিলেন “দেখ ! তুমি এই নোট rsی