পাতা:গোপাল কামিনী.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

) * গোপাল কামিনী । খানি শ্যামচাদ বাবুর নামে জমা রাখিয় তাহা রই নামে খরচ লিখিয়া দশটি টাকা আনিয়া এই য়্যারমামুদ চৌকিদারকে বক্সিস দাও”। খাজাঞ্জী সেই আদেশ সাধনে ক্ষণমাত্রও বিলম্ব করিলেন না। অনন্তর সাহেব তাহাকে মলঙ্গার থানায় জমাদারী কৰ্ম্মে নিযুক্ত করিয়া অতিশয় প্রশংসা পূর্বক এক পরওয়ানাও প্রদান করি লেন । এবং দারোগাকেও যৎপরোনাস্তি প্রশংসার এক পত্র লিখিলেন । অনন্তর আসামীর নাম উল্লেখ করিয়া আইনমত হুকুম দেন ২ এমনি সময়ে কামিনী কঁ|দিতে ২ গিয়া সাহেবের পায়ের উপরি পতিত হইল। সাহেবের স্বভাবটি বড়ই দয়ালু ছিল, সুতরাং তিনি তাহার তাদৃশ কাতরতা দেখিয়া সহসা আর উৎকট হুকুম জারী করিতে পারি লেন না, কেবল “কি করিতে পারি, আমি স্বাধীন নই, আমাকে অবশ্য আইনের মতে চলিতে হুইবেক” এই প্রকার কথা সকল কহিতে লাগিলেন। কামিনী অনেক ক্ষণ কাকুতি