পাতা:গোপাল কামিনী.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y S 8 গোপাল কামিনী । গমন করিল । কিন্তু তিনি কোথায় গিয়াছেন এবং কখন বা কোন দিনে আসিবেন তাহার কিছুই অবগত হইতে পারিল না। সুতরাং তখন তাহাদিগকে ফিরিয়া আসিতেই হইল। পর দিন কামিনী কমলকে কহিল “কমল দাদা ! আজি ত সপ্তাহ মিয়াদের দুই দিন যায়, একবার কেন শ্যামবাজারে যাইয়া বাবুর অনৃেষণ করিয়া আইস না” কমল কছিল “ সাত দিনের অনেক বিলম্ব আছে । এবেলা আমি অনেক ঝঞ্জাটে আছি, দেখি যদি বৈকালে পারি ত যাইব” কামিনী বিকাল বেলায় আবার কছিল কিন্তু কমলের যাইবার অবকাশ হইল না । কামিনী ভাবিয়া দেখিল যে, কমল দাদার কখন বা অবকাশ হুইবেক, কখনই বা তিনি যাইতে পারিবেন, আমি নয় কালি সকালে গিয়া বাবুর তত্ত্ব লইয়া আসি। মনে ২ ইহা স্থির করিয়া সে তাহার পর দিন পত্যুষে উঠিল ہۃ bصہ এবং চারি আনা পয়সা সঙ্গে লইয়া বাহির হইয়া সূৰ্য্য উদয় হইতেছে এমন সময়ে তথায়