পাতা:গোপাল কামিনী.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ২ ৩ গোপাল কামিনী । স্থূলকায় বাবু একটি বালিকার হাত ধরিয়া জানিতেছেন । একে শরীরের ভরে তাহার চল চ্ছক্তি বড় অধিক ছিল না, তাহাতে আবার বালিকাটির অবলম্বন স্বৰূপ হওয়াতে তাহার আরো অধিক পরিশ্রম বোধ হইয়াছিল। যখন উপরি উঠিলেন তখন তিনি আপাদ মস্তক পৰ্যন্ত যামিয়া ছাপাইতে লাগিলেন । বাবু কপালের ঘাম মুচিতে ইচ্ছুক হইয়। যেই কামিনীর হাত ছাড়িয়া দিয়াছেন, সেই ক্ষণেই সে মুস্থিত হইয়া ভূতলে পতিত ट्झेल ! বাবু ব্যস্ত সমস্ত হইয়া “কি হইল কামিনি কি হইল, পড়িলে কেন ? বলিয়া তুলিতে গিয়া দেখিলেন, তাহার দাতে ২ ঠেকিয়াছে। লোক জন আমলাগণ সকলেই আসিয়া মেরিয়া দাড়াইল । কেহ বাতাস করিতে লাগিল । কেহ এক ঘটা জল আনিয়া তাহার মুখে চোকে ছিট। দিতে লাগিল । কেহ বা তাহার দাত কপাটী ভাঙ্গিবার চেষ্টা করিতে লাগিল। মেজিষ্ট্রেট সাহেব কিঞ্চিৎ দূরে থাকিয়া স্বচক্ষে ঐ সমুদায়