পাতা:গোপাল কামিনী.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপক্রমণিকা । \ס এবং তাহা বাড়াইতে অনিচ্ছু হয়, তাহা হইলে বিধাতা চরিতার্থ হন, অর্থাৎ সেই ব্যক্তির জন্যে বিধাতার আর কোন ভাবনা থাকে না” । অতএব মনুষ্য প্রচুর ঐশ্বর্যশালী হইলেও কিসে তাহার সেই ধন বৃদ্ধি পায় তদ্বিষয়ে তাহার সর্বদা চেষ্টা করা উচিত। এক্ষণে আমি মনে ২ একটা কল্পনা করিয়া তোমাদিগকে ভাকিলাম, - বলিতেছি শুবণ কর । আমি তোমাদিগের চারি ভাইকে এক কোটি টাকা সমভাগে বিভাগ করিয়া দি ! তোমরা আপন ২ অংশ লইয়া দেশ দেশান্তরে গমন পূর্বক বিবিধ প্রকার পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয় বিনিয়ম প্রভৃতি ব্যবসায় বাণিজ করিতে আরম্ভ কর। আমি এখানে সংসার ধর্মের রক্ষণাবেক্ষণে নিযুক্ত থাকি” । পিতার মুখহইতে এই ৰূপ মঙ্গলদায়িনী যুক্তি শ্রবণ করিয়া সকলেই তাহার প্রস্তাবে - ক ২