পাতা:গোপাল কামিনী.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ গোপাল কামিনী । 〉* ふ আশ্বাস দিয়া কহিয়াছিলেন, “তুমি উদ্বিগ্ন হইও না, আমি ত্বরায় শ্যামচাদ বাবুকে আনিয়া দিতেছি । তিনি অবশ্য ২ তোমাকে সঙ্গে লইয়। বিচারের দিন গিয়া তোমার - দাদাকে খালাস করিয়া দিবেন। তিনি পরশ্ব এখান হইতে গি য়াছেন। তাহার গাড়ী এই গ্রামেই তাহার বন্ধুর বাটতে রহিয়াছে। কল আসিবার কথা আছে শুনিয়াছি, তথাপি তোমার জন্য আমি তাহার বন্ধুকে ডাকাইয়া এখনি একখানি পত্র লিখিতে বলি এবং তাহা একজন লোককে দিয়া পাঠাইয়া দি; তুমি ব্যাকুল হইয়া পীড়া বৃদ্ধি করিও না”। এই কথা বলিয়া তিনি আমার বন্ধুকে ডাকিয়া পাঠাইলেন। বন্ধু আসিবামাত্র দুই জনের এক বাকে একখানি পত্র লিখিত হইল। এবং তখনি এক জন লোককে দিয়া তাহ পাঠাইতে বিলম্ব করিলেন না। আমি আসিতেছিলাম পথিমধ্যে লোকের সহিত সাক্ষাৎ হইল এবং পত্রও পাই লামু। যে ভাবে পত্ৰলেখা ছিল তাহাতে আমাকে । অতি সত্বরেই আসিতে হইল। আসিয়া দেখি